টেলিগ্রাম রিপোর্ট : অপরাধ দমনে যশোর পুলিশ প্রশাসনে আবারও শ্রেষ্ঠত্বের দাবিদার হয়েছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার ও পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন উপস্থিত থেকে ডিবি যশোরকে শ্রেষ্ঠত্বের পুরস্কার তুলে দেন। ডিবি যশোরের পক্ষে পুরস্কার গ্রহণ করেন অফিসার ইনচার্ রুপন কুমার সরকার।
যশোর জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি রাখতে দৃষ্টান্ত স্থাপন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অপরাধ দমন, মাদক উদ্ধার, ক্লুলেস হত্যা,ডাকাতি, ছিনতাই, চুরিসহ বড় বড় ক্লুলেস ঘটনার মুল কারন উৎঘাটন এবং ঘটনা গুলির সাথে জড়িতদের আটক করে আইন আমলে আনতে সক্ষম হয়েছেন। আর তা সম্ভব হয়েছে জেলা গোয়েন্দা ডিবির ওসি রুপন কুমার সরকার ও তার টিমের অক্লান্ত পরিস্রম ও আন্তরিকতায়।
জেলা গোয়েন্দা (ডিবির) পুলিশের এই সফলতার কারনে জেলা পুলিশ প্রধান প্রলয় কুমার জোয়াদার সহ উর্ধতন কর্মকতারা ডিবি পুলিশকে এই পযন্ত ১৬ বার ক্রেস্টসহ আর্থিক পুরস্কার দিয়েছে।
সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র মাদক উদ্ধার, নিয়মিত ওরেন্ট তামিলসহ অপরাধ দমনে বিশেষ ভূমিকা রেখে তিনি প্রমান করতে সক্ষম হয়েছেন পুলিশ জনগনের জানমালের নিশ্চয়তায় যেমন দুষ্টের দমন তেমনি সৃষ্টের।
গত শনিবার মাসিক কল্যান (ও অপরাধ দমন সভায় ও জেলা ডিবি পুলিশকে ক্রেষ্ট দিয়ে শ্রেষ্টত্বের স্বীকৃতি দিয়েছেন এসপি প্রলয় কুমার জোয়ারদার।
যশোর জেলার আইন শৃঙ্খলাপরিস্থি নিয়ন্ত্রন ঠেকিয়ে রেখেছেন ডিবি পুলিশ। একাজে অগ্রগন্য ভূমিকায় ছিলেন ডিবির ওসি রুপণ কুমার সরকার।
আপনার মতামত লিখুন :