ভৈরব নদের অভয়নগর ফুলতলা সীমানার শিকির হাট এলাকায় অবৈধভাব গড় উঠা ১২টি স্থাপনা গুড়িয়ে দিলা নওয়াপাড়া নদী বন্দর কর্তৃপক্ষ । দখলদাররা দীর্ঘদিন যাবৎ প্রবাহমান নদী দখল কর ওই সব স্থাপনা নির্মাণ করছিলা। মঙ্গলবার দিন ব্যাপী এ উচ্ছেদ অভিযান চলে।
নওয়পাড়া নদী বন্দর সূত্রে জানা গছ, দীর্ঘ দিন যাবৎ প্রবাহমান নদ অবৈধ স্থাপনা নির্মাণ করে ঘাট গোডাউন সহ নানা ধরনের স্থাপনা নির্মান করে ভোগ দখল করে আসছিলো। তাদের এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নৌ বন্দর কর্তৃপক্ষ বার বার নোটিশ প্রদান করলেও সেদিকে কর্ণপাত করেনি স্থাপনকারীরা। যার কারনে আজ এসব অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হলো। স্থাপনা গুলোর মধ্যে রয়েছে নওয়াপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী ও কলনা আমদানীকারক প্রতিষ্ঠান জেএইচএম এই দুটি ঘাট, ব্যবসায়ী সঞ্জিত বসুর ৩টি ঘাট, ফুলতলা নড়াইল সড়ক পারাপারের জন্য এলজিইডি কর্তৃক নির্মাণাধীন ফফেরি ঘাট পল্টুন স্থাপনের জন্য নদীর মধ্যে ভরাটকৃত মাটি, আলী আকবর বাবুর স্থাপতি ১৫০টি পিলার।
উচ্ছেদ অভিযানে নের্তৃত্ব দেন খুলনা জেলা প্রশাসনকের দপ্তরের নির্াহী ম্যাজিষ্ট্রেট মোঃ কামাল হোসেন, নওয়াপাড়া নদী বন্দরের উপ পরিচালক মাসুদ পারভেজ, সহকারী অর্থ কর্মকর্তা মাসুদ আখন, নওয়াপাড়া পুলিশ ফাড়ির কর্মকর্তা মেহেদী হাসান প্রমুখ। এর আগে নওয়াপাড়া তালতলা এলাকায় অনুরুপ ভাবে আরা ৭০টি ঘাটে উচ্ছেদ করা হয়।
আপনার মতামত লিখুন :