স্টাফ রিপোর্টার : আবুল হুসেন রাষ্ট্রসভা’র পরিচালক কবি জাহিদ আককাজ এর সভাপতিত্বে কবি শান রাইনের আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কবি মামুন আজাদ তার আলোচনায় ইহুদী ও ইসরায়েলী রাষ্ট্র গড়ে উঠার ইতিহাস তুলে ধরেন। প্রধান আলোচক সেলিম রেজা সেলিম ফিলিস্তিন সংকট নিয়ে আলোচনা করেন। তিনি প্রথম বিশ্বযুদ্ধের পূর্ব থেকে বর্তমানকাল পর্যন্ত ঘটনাবলী আলোচনা করেন। ব্রিটিশ, আমেরিকা,জাতিসংঘ, ইজরায়েল এবং অন্যান্যরা কিভাবে ফিলিস্তিনি ও আরবদের সাথে প্রতারণা করেছে তা আলোচকবৃন্দের আলোচনায় উঠে আসে।
অনষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক নূর ইসলাম, প্রাচ্যসংঘের কোষাধ্যক্ষ মাসুদুর রহমান, আবৃত্তিকার কামরুজ্জামান, কবি সরকার রায়হান, কবি অনিক মাযহার, শিক্ষক মুস্তাফিজুর হোসেন,সমাজ সেবক মো: নুরুল ইসলামসহ আরো অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন প্রাচ্যসংঘের সাধারণ সম্পাদক কবি শাহিদুর রহমান।
আপনার মতামত লিখুন :