ইংরেজি প্রথমপত্রে যশোর বোর্ডে বহিষ্কার ১ , অনুপস্থিত ১৯৭৫
টেলিগ্রাম রিপোর্ট
প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২২, ১০:০৪ অপরাহ্ণ /
২৭২২০ ০
টেলিগ্রাম রিপোর্ট : যশোর শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় ইংরেজি প্রথমপত্রে একজন শিক্ষার্থী অসাধুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছে। আর এক হাজার ৯৭৫ জন শিক্ষার্থী ওই পরীক্ষায় অংশ নেয়নি।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকালে পরীক্ষা শেষে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র তথ্যটি নিশ্চিত করেন।
পরীক্ষা নিয়ন্ত্রক জানান, যশোর শিক্ষাবোর্ডে ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় ৯৯ হাজার ২০৩ জন পরীক্ষার্থী ছিলো। পরীক্ষায় অংশ নিয়েছে ৯৭ হাজার ২২৮ জন। অনুপস্থিত ছিলো এক হাজার ৯৭৫ জন। অসাধুপায় অবলম্বনের দায়ে বাগেরহাটের ২৩৫ নম্বর শরণখোলা কেন্দ্রে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে খুলনায় ২৬৯, বাগেরহাটে ১৩৫, সাতক্ষীরায় ২৮৯, কুষ্টিয়ায় ১৮৯, চুয়াডাঙ্গায় ১৪৮, মেহেরপুরে ৯৮, যশোরে ২৬৩, নড়াইলে ১১৭, ঝিনাইদহে ২৯৩ ও মাগুরায় ১৭৪ জন পরীক্ষার্থী রয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, পরীক্ষা আইন মেনেই পরীক্ষা নেয়া হচ্ছে। কোথাও আইনের বাত্যয় ঘটলে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে। সেই আলোকেই একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
আপনার মতামত লিখুন :