টেলিগ্রাম রিপোর্ট : কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে হারিয়ে ইতিহাস গড়েছে মরক্কো। প্রথম আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে মরোক্কানরা। রেকর্ড গড়ে নিজের মায়ের সঙ্গে আনন্দ ভাগ করে নিয়েছেন মরোক্কান উইঙ্গার সুফিয়ান বুফাল। মায়ের সঙ্গে নেচে-গেয়ে জয় উদযাপন করলেন তিনি। সেই আবেগঘন নাচের দৃশ্য এখন নেট দুনিয়ায় ভাইরাল।কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে শেষ চারে পৌঁছে মরক্কো। জয়ের পর সতীর্থরা যখন উদযাপনে ব্যস্ত, তখন স্টেডিয়ামের গ্যালারি থেকে নিজের মাকে মাঠে ডেকে নিয়ে আসেন সুফিয়ান বুফাল। এরপর মা-ছেলে মিলে দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়েন। মায়ের সঙ্গে নাচতে শুরু করেন সুফিয়ান। প্রিয় জননীকে জড়িয়ে ধরেন। নিজের মাকে নিয়ে সিবিএস স্পোর্টসকে বুফাল বলেন, ‘আমি আমার মাকে কঠোর পরিশ্রম করতে দেখে বড় হয়েছি।
ভোর ৬টায় বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বেরিয়ে যেতেন তিনি। আমার জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন। এবার আমার পালা।’ বুফাল এবং তার মায়ের নাচের ভিডিও বিবিসি স্পোর্টসের টুইটার পেজ থেকে আপলোড দিয়ে ক্যাপশনে লেখা হয়েছে, ‘এটা অনেক সুন্দর সুফিয়ান বুফাল তার মায়ের সঙ্গে জয় উদযাপন করছেন।’ সেই ভিডিওর কমেন্টে প্রশংসা করছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘আপনি কোন দেশের সেটি কোনো বিষয় নয়। এমন অসাধারণ জয়ের পর নিজের মায়ের সঙ্গে উদযাপন করা অমূল্য।’ একজন মন্তব্য করেছেন, ‘এই দৃশ্য মন ছুঁয়ে গেছে। এটি ফুটবলের সুন্দর মুহূর্ত।’ একজন লিখেছেন, ‘বুফাল তোমার জন্য আমরা গর্বিত।’ পর্তুগালের হারে অবশ্য অনেকে এই ভিডিওতে মোহিত হয়নি। রিচি নামের এক অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘কীভাবে এই নাচের দৃশ্য সুন্দর হতে পারে। রোনালদো হেরেছে। এটা খুব মর্মান্তিক। এমনটা আশা করিনি।’
আপনার মতামত লিখুন :