ঢাকা ১৬ অক্টোবর ২০২৪, বুধবার, ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১১ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

উন্নয়নে সরকারের পরিপূরক পিকেএসএফ: নমিতা হালদার


টেলিগ্রাম রিপোর্ট প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২২, ৮:০৭ অপরাহ্ণ / ২৭২২০ ০
উন্নয়নে সরকারের পরিপূরক পিকেএসএফ: নমিতা হালদার

টেলিগ্রাম রিপোর্টা : কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য নিরসনের লক্ষ্য নিয়ে ১৯৯০ সালে সরকার পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) গড়ে তুলে জানিয়ে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার বলেছেন, মহাকালের হিসেবে ৩২ বছর সামান্য হলেও কাজের ব্যাপ্তি এবং অর্জনে তা অসামান্য। পিকেএসএফকে ১ কোটি ৭৬ লক্ষ সদস্যের পরিবার উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ গত কয়েক দশকে দারিদ্র্য বিমোচন ও মানবসম্পদ উন্নয়নে যে অভূতপূর্ব অগ্রগতি সাধন করেছে তাতে পিকেএসএফ এর উল্লেখযোগ্য অবদান রয়েছে। পরিসংখ্যান দিয়ে তিনি বলেন, ১৯৯১ সালে বাংলাদেশে দারিদ্রের হার ছিল ৫৯ শতাংশ, যা ২০১৮ সালে ২১.৮ শতাংশে নেমে এসেছে। একই সময়ে অতিদরিদ্র মানুষের সংখ্যা ৪৩ শতাংশ থেকে হ্রাস পেয়ে ১১.৯ শতাংশে পৌঁছেছে। এ উন্নয়ন যাত্রায় পিকেএসএফ সরকারের পরিপূরক শক্তি হিসেবে কাজ করে যাচ্ছে। বর্তমানে দেশের প্রায় ১ কোটি ৭৬ লক্ষ পরিবারভুক্ত প্রায় ৬ কোটি নারী-পুরুষ, শিশু, কিশোর-কিশোরী ও প্রবীণ ব্যক্তি পিকেএসএফ-এর জীবিকায়ন, প্রাথমিক স্বাস্থ্য ও পুষ্টি, শিক্ষা, আবাসন, জলবায়ু ঝুঁকি মোকাবিলা, নারীর ক্ষমতায়নসহ নানাবিধ আর্থিক ও অ-আর্থিক সেবার আওতায় রয়েছেন জানিয়ে ড. হালদার বলেন, দুই শতাধিক সহযোগী সংস্থা মাঠে কাজ করছে। তারা এসব সেবা দেশের প্রতিটি জেলার মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় পিকেএসএফ-এর সুদীর্ঘ অভিযাত্রাকে স্মরণ করার জন্য এ বছর প্রথমবারের মতো ‘পিকেএসএফ দিবস’ পালিত হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘সাম্যের সাথে উন্নয়নের পথে’ স্লোগানকে ধারণ করে আজ রোববার পিকেএসএফ দিবস-২০২২ উদযাপিত হবে। বর্ণাঢ্য ওই উদযাপনের প্রস্তুতি সম্পর্কে জানাতে গতকাল জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠানটির ব্যব¯’াপনা পরিচালক ড. নমিতা হালদার এনডিসি ছাড়াও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ জসীম উদ্দিন এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. তাপস কুমার বিশ^াস বক্তব্য রাখেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রোববার সকাল ১০টায় ঢাকার খামারবাড়িস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘পিকেএসএফ দিবস’ উদযাপিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী প্রধান অতিথি  এবং ইআরডি সচিব শরিফা খান বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখবেন। অনুষ্ঠানে পিকেএসএফ চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্ব করার কথা রয়েছে। সংবাদ সম্মেলনে পিকেএসএফ দিবস পালনের উদ্দেশ্য সম্পর্কে ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার বলেন, ‘সাম্যের সাথে উন্নয়নের পথে’ এই প্রতিপাদ্যেই পিকেএসএফ-এর ভবিষ্যৎ কর্মপন্থা নিহিত রয়েছে। ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে এসডিজির ১২টি লক্ষ্যের সাথে পিকেএসএফ-এর কর্মকাণ্ড সরাসরি অন্তর্ভুক্ত বলে উল্লেখ করেন তিনি। ‘কাউক বাদ দিয়ে নয়’ পিকেএসএফ-এর এমন উন্নয়ন দর্শনের কথা জানিয়ে ড. হালদার বলেন, সক্ষমতা ও স্বচ্ছতার কারণেই সরকারের পাশাপাশি আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীরা তাদের কর্মসূচি বাস্তবায়নে পিকেএসএফকে গুরুত্বর সাথে বিবেচনা করে। তিনি জানান, দেশের প্রথম উন্নয়ন প্রতিষ্ঠান হিসেবে পিকেএসএফ গ্রিন ক্লাইমেট ফান্ড-এর সহায়তায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় কাজ করছে। সংবাদ সম্মেলনে ড. নমিতা হালদার পিকেএসএফ-এর অগ্রযাত্রায় গণমাধ্যমের ভূমিকার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে আগামীর পথচলায় মিডিয়াকে পাশে পাওয়ার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031