এনায়েতুল্লাহ আব্বাসী’র তাফসিরুল কোরআন মাহফিলে জনসমুদ্র
টেলিগ্রাম রিপোর্ট
প্রকাশের সময় : মে ৩০, ২০২৩, ৮:১৬ অপরাহ্ণ /
২৭২২০
সাতক্ষীরা শ্যামনগর উপজেলা ইয়াছিন আবদুল্লাহ প্রতিনিধি : সাতক্ষীরা শ্যামনগর উপজেলার নূরনগর রামচন্দ্রপুরে ২১ তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী রামচন্দ্রপুর আয়তুননেছা হানাফিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কর্তৃপক্ষ এবং এলাকাবাসীর আয়োজনে অত্র মাদ্রাসা সংলগ্ন মাঠে প্রতি বছরের ন্যায় এ বছরও এই তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে এলাকাসহ বিভিন্ন এলাকা জুড়ে দৃষ্টিনন্দন গেট, লাইটিং আলোকসজ্জা সহ মাইকিং প্রচারে উৎসবমুখর করে তুলেছে এবং বিভিন্ন দোকানে ইসলামিক বই, টুপি, আতর, সেন্ট, তসবিহ সহ
দোকানপাটে এক মিলন মেলায় পরিণত হয়। তাফসিরুল কোরআন মাহফিলে আসর নামাজ বাদ এলাকা ও বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ নারী-পুরুষ, মুসল্লী, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি,সুশীল সমাজের নেতৃবৃন্দ ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অত্র মাহফিল ময়দান এক মিলন মেলায় পরিণত হয়। উক্ত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে অত্র মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মোঃ আবু ইদ্রিস মোড়ল এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে কোরআন হাদিস থেকে মূল্যবান বয়ান পেশ করেন শাইখুল হাদিস আল্লামা মুফতি ড. সাইয়েদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া ছিদ্দিকী (বর্তমান গদ্দীনাশিল পীর আব্বাসী মঞ্জিল, জৈনপুরী দরবার শরীফ ঢাকা নারায়ণগঞ্জ)। দ্বিতীয় বক্তা হিসেবে কোরআন হাদিস থেকে মূল্যবান বয়ান পেশ করেন মাওঃ এমদাদুল হক (বগুড়া), মাওঃ খলিলুর রহমান আজাদী (সাতক্ষীরা) সহ এলাকা ও বিভিন্ন এলাকার আলেম ওলামায়েকেরামগন।
আপনার মতামত লিখুন :