টেলিগ্রাম রিপোর্ট : বাংলাদেশের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত ক্রিকেট দল। আজ ঢাকায় পা রেখেছে ওয়ানডে স্কোয়াড। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে ভারতীয় দলকে বহনকারী বিমানটি। মুম্বাই থেকে ভাড়া করা বিমানে ঢাকায় এসেছেন বিরাট কোহলি-রোহিত শর্মারা।
বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে চলে যান ভারতীয় ক্রিকেটাররা। আগামীকাল দুপুরে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শুরু করবে রোহিত শর্মার দল। পরের দিন একই ভেন্যুতে সকালে অনুশীলন সেশন রয়েছে কোহলি-রোহিতদের। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ৪ঠা ডিসেম্বর।
সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে ৭ ও ১০ই ডিসেম্বর। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
ভারতের ওয়ানডে দল: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠি, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), ইশান কিষাণ (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, দীপক চাহার ও যশ ধুল।
আপনার মতামত লিখুন :