টেলিগ্রাম রিপোর্ট : নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে কাতার বিশ্বকাপ উপভোগ করতে হবে বিদেশি দর্শকদের। মদ্যপানে রয়েছে নিষেধাজ্ঞা। প্রেমিক-প্রেমিকা হোটেলের এক রুমে রাত যাপন করতে পারবেন না। রাতভর পার্টিতেও রয়েছে নিষেধাজ্ঞা। খোলামেলা পোশাকে যাওয়া যাবে না জনসম্মুখে। বৃটিশ দৈনিক ডেইলি স্টারের খবর, কাতার বিশ্বকাপে খোলামেলা পোশাক নিষিদ্ধ করা হয়েছে। এমন আচরণের বিপরীতে রয়েছে জেল-জরিমানার ব্যবস্থা।
ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়, কাতারে বিদেশি নারী সমর্থকরা খোলামেলা পোশাক পরতে পারবেন না। নির্দিষ্ট কোনো ড্রেসকোড দেয়নি কাতার সরকার। তবে নারীদের ন্যূনতম কাঁধ থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখতে হবে।
দর্শকদের পোশাকের ওপর নজরদারি করতে স্টেডিয়ামের ভেতর ক্যামেরা বসানো হয়েছে বলে জানিয়েছে ডেইলি স্টার। কাতার বিশ্বকাপের চিফ টেকনোলজি অফিসার নিয়াস আব্দুর রহমান বলেন, ‘স্টেডিয়ামে আমরা অত্যাধুনিক ক্যামেরা বসিয়েছি।
সেই ক্যামেরার সাহায্যে গ্যালারির প্রতিটি চেয়ারে ভালোভাবে নজরদারি করা সম্ভব। সবকিছুই রেকর্ড করা হবে। তাতে প্রয়োজনে আমরা রেকর্ডিং দেখতে পারব। দর্শকদের পোশাকের দিকে নজর রাখা হবে।’
শুধুমাত্র নারীদের জন্য নয়, পোশাকজনিত নিয়ম রয়েছে পুরুষ দর্শকদের জন্যও। খালি গায়ে স্টেডিয়াম কিংবা জনসম্মুখে চলাফেরা করতে পারবে না পুরুষ দর্শকরা। কমপক্ষে স্লিভলেস টি-শার্ট পরতে হবে তাদের। আইন অমান্য করলে ২৪০০ পাউন্ড বা প্রায় ৩ লক্ষ টাকা জরিমানা দিতে হবে। ডেইলি স্টারের প্রতিবেদনে জেলের সময়সীমা জানানো হয়নি।
ফিফার ওয়েবসাইটে বলা হয়, ‘নারীরা ইচ্ছে মতো পোশাক পরিধান করতে পারবেন। তবে জনসম্মুখে যেমন মিউজিয়াম এবং সরকারী দপ্তরে গেলে কাঁধ ও হাঁটু ঢাকা কাপড় পরতে হবে।’
আপনার মতামত লিখুন :