ঢাকা ১১ অক্টোবর ২০২৪, শুক্রবার, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

কোর্ট থেকে পালিয়ে যাওয়ায় জঙ্গি ভারতে প্রবেশরোধে  বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন ও সীমান্তে রেড এলার্ট জারি


টেলিগ্রাম রিপোর্ট প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২২, ৬:২৭ অপরাহ্ণ / ২৭২২০ ০
কোর্ট থেকে পালিয়ে যাওয়ায় জঙ্গি ভারতে প্রবেশরোধে   বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন ও সীমান্তে রেড এলার্ট জারি

টেলিগ্রাম রিপোর্ট : ম্হোাম্মদপুর থানায় হাজিরা দিতে এসে কোট থেকে পালিয়ে যাওয়ায় দুই জঙ্গিকে ধরতে দেশব্যাপি রেড এলার্ট জারী করেছে স্বরাষ্ট্র মন্ত্রনালয়। বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশনে ও সীমান্তে জারী করা হয়েছে রেড এলার্ট। বিভিন্ন গুরুত্বপূর্ন  স্থানে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। ফলে সীমান্তে    সর্বেোচ্চ  সতর্কতায় রয়েছে বিজিবি ও পুলিশ। নিরাপত্তা জোরদার করেছে প্রশাসনের সদস্যরা। ইমিগ্রেশনে বাড়তি সতর্ককতা জারী করা হয়েছে বলে জানান ইমিগ্রেশন ওসি আবুল কালাম আজাদ।

ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামীকে ধরতে ১০লাখ টাকা পুরস্কার ঘোষনা ও দেশব্যাপি রেড এলার্ট দেয় সরকার। নৌ বিমান ও বিভিন্ন শুল্ক ষ্টেশনসহ বেনাপোল ইমগ্রেশন সতর্কতা জারীকরা হয়। ভারতে পালিয়ে যাওয়া রোধে প্রবেশ মুখে ও সীমান্তে কঠোর নজরদারী বাড়িয়েছে বিজিবি ও পুলিশ।

যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্নেল সাহেদ মিনহাজ¦ সিদ্দিকী জানান,জঙ্গিরা যাতে ভারতে পালিয়ে যেতে না পারে এজন্য সীমান্তে টহল ও নজরদারী বাড়ানো হয়েছে। সব চেকপোষ্টে জঙ্গিদের ছবি দিয়ে বিজিবিকে এলার্ট রাখা হয়েছে। সীমান্তে জারি করা হয়েছে রেড এলার্ট।

উল্লেখ্য:-ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে পুলিশের চোখে-মুখে স্প্রে মেরে দুই পালিয়ে যায় ২জঙ্গি । পলাতক দুজন দীপন হত্যা মামলার মৃত্যুদÐপ্রাপ্ত আসামি। রোববার (২০ নভেম্বর) বেলা ১২টার দিকে রাজধানীর মোহাম্মদপুর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় হাজিরা দিতে তাদের আদালতে আনা হয়। সন্ত্রাস বিরোধের বিশেষ ট্রাইব্যুনালে হাজির করে হাজতখানায় নেওয়ার সময় চারজনের মধ্যে দুজনকে ছিনিয়ে নেয় জঙ্গিরা। ছিনিয়ে নিতে আসা জঙ্গিরা দুটি মোটরসাইকেলে করে আদালতে এসেছিল। পলাতক দুজন হলেন—সুনামগঞ্জের ছাতক উপজেলার মাধবপুরের মইনুল হাসান শামীম ও লালমনিরহাটের আদিতমারি উপজেলার ভেটশ্বর গ্রামের আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব।

এরপর ঘটনাস্থল পরিদর্শনে আসা ডিবি পুলিশের প্রধান হারুন আর রশীদ বলেন, আমরা শুনেছি আদালতের গেটে দায়িত্বরত পুলিশ সদস্যদের চোখে স্প্রে করে দুই আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে অপর জঙ্গিরা। চারজন জঙ্গি মোটরসাইকেল করে আদালতে এসে পুলিশের চোখে স্প্রে মেরে দুজনকে ছিনিয়ে নেয়। চোখে স্প্রে করার কারণে দায়িত্বরতরা কিছু দেখতে পারেননি।

ডিবি পুলিশের প্রধান আরও বলেন, ঘটনার পরপরই আমাদের গোয়েন্দা সদস্যরা আসামিদের ধরার জন্য কাজ শুরু করেছেন। ঢাকাসহ দেশের সব পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। আশপাশের অলিগলিতে তল্লাশি করা হচ্ছে। আশা করছি খুব দ্রæতই তাদের গ্রেফতারে সম হবো।

২০২১ সালের ১০ ফেব্রæয়ারি জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা মামলায় ৮ আসামির মৃত্যুদÐ দেন আদালত। মৃত্যুদÐপ্রাপ্ত এই আট আসামির দুজন হলেন ছিনিয়ে নেওয়া দুই জঙ্গি মইনুল হাসান শামীম ও আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব।

 

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031