গোপালগঞ্জ প্রতিনিধি ।। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
আজ বৃহস্পতিবার সকালে তারা সভাপতি ডাঃ জামাল উদ্দিন চৌধুরী ও মহাসচিব ডাঃ কামরুল হাসান মিলনের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এ সময়ে স্বাচিপ কেন্দ্রীয কমিটি ও বিভিন্ন জেলার স্বাচিপ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :