টেলিগ্রাম রিপোর্ট : যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির নির্বাচন আগামী ৭ জানুয়ারি। মনোনয়ন পত্র বিক্রি শুরু হয়েছে।১লা ডিসেম্বর পর্যন্ত ৩২ টি মনোনয়ন পত্র বিক্রি হয়েছে। প্রতিটি মনোনয়ন পত্র ক্রয় ফি ৫০০ টাকা। সদস্যরা এই নির্ধারিত ফি দিয়ে মনোনয়ন পত্র কিনতে পারবে। সময় ৩ ডিসেম্বর পর্যন্ত।
সূত্র জানায়, রেডক্রিসেন্ট সোসাইটি যশোর ইউনিটের নির্বাচন থাকায় চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি যশোরের মনোনয়ন পত্র বিক্রি কম হয়েছে। তবে ২ ও ৩ ডিসেম্বর নিশ্চিতভাবেই এ সংখ্যা অনেক বেড়ে যাবে। পেশাগত ব্যস্ত ব্যবসায়ীরা শুক্রবার মনোনয়ন পত্র ক্রয় করবেন। এ কারনে সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবার প্রার্থীরা মনোনয়ন পত্র ব্যাপক হারে ক্রয় করবেন বলে আশা করা হচ্ছে। এদিকে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যশোরের ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে ।
আপনার মতামত লিখুন :