চৌগাছায় আওয়ামী লীগের প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ
টেলিগ্রাম রিপোর্ট
প্রকাশের সময় : ডিসেম্বর ৮, ২০২২, ৭:৩৮ অপরাহ্ণ /
২৭২২০ ০
চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় দেশব্যাপি বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ।
বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় শহরের যশোর বাসস্ট্যান্ডের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী মিছিলে নেতৃত্ব দেন।
মিছিল শেষে বিকেল পাঁচটায় উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পৌর কাউন্সিলর আতিয়ার রহমান, আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ও পাশাপোল ইউপি চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ, চৌগাছা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, নারায়ণপুর ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাহাবুদ্দিন চুন্নু বড়মিয়া, দপ্তর সম্পাদক মাহবুবুল আলম রিংকু, শ্রম সম্পাদক সানোয়ার হোসেন বকুল, উপজেলা আওয়ামীলীগের সদস্য আওরঙ্গজেব চুন্নু, চৌগাছা সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল কাশেম, মহিলা আওয়ামীলীগ নেত্রী রিপা ইসলাম, নাছিমা খানমসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
আপনার মতামত লিখুন :