চৌগাছায় জাতীয় পার্টির সম্মেলন: সভাপতি নাজিম-সম্পাদক মকবুল
টেলিগ্রাম রিপোর্ট
প্রকাশের সময় : নভেম্বর ৩০, ২০২২, ৭:০৯ অপরাহ্ণ /
২৭২২০ ০
চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ নভেম্বর) বিকেলে উপজেলা জাতীয় পাটির উদ্যোগে শহরের বি কে প্লাজা মৃধা মার্কেটে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
চৌগাছা উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডাঃ নাজিম উদ্দীন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর জেলা জাতীয় পার্টির আহবায়ক আজিজুর রহমান আজিজ। উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মকবুল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব হাকিম মুফতি ফিরোজ শাহ, যুগ্ম-আহবায়ক মিনহাজুল আরেফিন, নজরুল ইসলাম , এম এ হালিম প্রমুখ । সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ঝিকরগাছা উপজেলা জাতীয় পাটির আহবায়ক রেজাউল ইসলাম, যশোর সদর উপজেলা জাতীয় পার্টির নেতা প্রণব রায়, শফিকুল ইসলাম শনু, জেলা যুবসংহতির সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, উজ্জল হোসেন প্রমুখ।
এ সম্মেলনে উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভা থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে উপস্থিত নেতা কর্মীদের মতামতের ভিত্তিতে দুই বছরের জন্য চৌগাছা উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডাঃ নাজিম উদ্দীনকে সভাপতি ও মকবুল হোসেনকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন।
আপনার মতামত লিখুন :