চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট মেহেদী হাসানের নেতৃত্বে ৬৩ টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। রবিবার (২৭ নভেম্বর) মেইন স্ট্যান্ডসহ বাজারের বিভিন্ন অলিগলিতে অভিযান চালিয়ে এসব মোটরসাইকেল জব্দ করা হয়।
যশোর জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট মেহেদী হাসান বলেন, জব্দকৃত মোটরসাইকেলগুলোতে নিবন্ধন ,হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় এসব মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
চৌগাছা থানার ডিউটি অফিসার এস আই জারফিন বলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোট ৬৩টি মোটরসাইকেল জব্দ করে থানা হেফাজতে দিয়েছে ট্রাফিক পুলিশ।
আপনার মতামত লিখুন :