চৌগাছায় পাশাপোল ও জগদীশপুরে পুলিশের ওপেন হাউজ ডে
টেলিগ্রাম রিপোর্ট
প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২২, ১১:১৮ অপরাহ্ণ /
২৭২২০ ০
চৌগাছা প্রতিনিধিঃ “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের চৌগাছায় পাশাপোল ইউনিয়ন ও জগদীশপুর ইউনিয়নে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ নভেম্বর) বিকালে পাশাপোল ইউনিয়নে বুড়িন্দিয়া বাজার সংলগ্ন মাঠে ও জগদীশপুর ইউনিয়নের সরফরাজপুর বাজার সংলগ্ন মাঠে আলাদাভাবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দশপাকিয়া ফাঁড়ির ক্যাম্পের ও জগদীশপুর ইউনিয়নের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সবুজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার ওসি (তদন্ত) ইয়াছিন আলম চৌধুরী।
বিশেষ অতিথির বক্তৃতায় তিনি সোশ্যাল মিডিয়ার গুজব, মিথ্যা প্রচার, বাল্যবিবাহ প্রতিরোধ, কিশোর গ্যাং, নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স, বিদ্যুৎ অপচয় রোধ ও বিবিধ বিষয় সম্পর্কে সাধারণ জনগণের মাঝে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন পাশাপোল ইউনিয়নের চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ, জগদীশপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহিনুর রহমান, থানার সেকেন্ড অফিসার মেহেদী হাসান, ইউপি সদস্য আমিরুল ইসলাম, কিতাব আলী প্রমুখ।
আপনার মতামত লিখুন :