চৌগাছায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণ: ধর্ষক গ্রেপ্তার
টেলিগ্রাম রিপোর্ট
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২২, ২০২৪, ১০:৪৩ পূর্বাহ্ণ /
২৭২২০
রায়হান হোসেন, চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় তৃতীয় শ্রেনীর এক শিশু শিক্ষার্থীকে ধর্ষনের ঘটনা ঘটেছে। বুধবার (২১ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২টায় উপজেলার নারায়নপুর গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ভুক্তভুগী শিশুর পরিবার। এদিন রাতেই ধর্ষক আব্দুল মাজিদ (৬৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ধর্ষক আব্দুল মাজিদ উপজেলার নারায়নপুর গ্রামের বাসিন্দা।
ভুক্তভুগী শিশুর স্বজন ও পুলিশ সুত্রে জানা যায়, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়ির পাশে খালি জায়গায় বন্ধুদের সাথে খেলাধুলা করছিল শিশুটি। এসময় প্রতিবেশি আব্দুল মাজিদ মুখ চেপে শিশুটিকে তার কক্ষে নিয়ে ধর্ষন করে। এরপর শিশুটি বাড়ি গিয়ে ঘটনার প্রায় আড়াই ঘন্টা পর তার মাকে কেদে কেদে সব জানায়। ঘটনা শুনে শিশুটির মা তৎক্ষনাৎ তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ খন্দকার জুলকার ইসলাম প্রাথমিক পরীক্ষা-নিরিক্ষা শেষে শিশুটিকে যশোর প্রেরণ করেন এবং বর্তমানে শিশুটি যশোর ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তিরত রয়েছে। এ ঘটনায় প্রতিবেশি আব্দুল মাজিদকে অভিযুক্ত করে শিশুটির মা আকলিমা বেগম থানায় মামলা করেছেন বলেও জানিয়েছেন।
চৌগাছার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এবং ধর্ষক আব্দুল মাজিদকে গ্রেপ্তার করা হয়েছে।
আপনার মতামত লিখুন :