চৌগাছার সলুয়া স্কুলের নবনির্মিত ভবন উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
টেলিগ্রাম রিপোর্ট
প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২২, ৬:২৭ অপরাহ্ণ /
২৭২২০ ০
চৌগাছা পৌর প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় ২কোটি ৮৮ লক্ষ টাকা ব্যয়ে সলুয়া মাধ্যমিক বিদ্যালয় নবনির্মিত ভবন উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সলুয়া মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ ভবনের শুভ উদ্বোধন করেন যশোর-২ আসনের মাননীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব:) অধ্যাপক ডা. মোঃ নাসির উদ্দিন এমপি।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে এবং শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের অধীনে ভবনটি নির্মাণ করা হয়।
ফুলসারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শের আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সহিদুল ইসলাম মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক এসএম সাইফুর রহমান বাবুল, তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সোহেল, সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, কাউন্সিলর সিদ্দিকুর রহমান ,উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শরিফুল ইসলাম, সদস্য হারুন অর রশিদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাদেকুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, দপ্তর সম্পাদক হাসেম আলী, চৌগাছা সরকারি কলেজের সভাপতি রিংকু, ছাত্রনেতা হাসান,বিপুল, রুবেল প্রমুখ।
আপনার মতামত লিখুন :