রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় ডিজিটাল ল্যান্ড সার্ভেয়ার এ্যসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ ডিজিটাল ল্যান্ড সার্ভেয়ার এ্যসোসিয়েশনের উদ্যোগে চৌগাছা উপজেলা শাখা অফিসে এক সাধারণ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন চৌগাছা উপজেলা ভুমি সার্ভেয়ার জহিরুল ইসলাম। চৌগাছা পৌর ভুমি সার্ভেয়ার সুলতান মাহমুদের পরিচালনায় সভায় বক্তৃতা করেন সার্ভেয়ার আব্দুল কাদের, হযরত আলী, খাইরুল ইসলাম, আনোয়ার হোসেন, আক্তার হোসেন প্রমুখ।
আলোচনা শেষে উপস্থিত সকল সদস্যের কন্ঠ ভোটে এ্যসোসিয়েশনটির পাঁচ বছরের জন্য কমিটি গঠন করা হয়। এতে চৌগাছা পৌর ভুমি সার্ভেয়ার সুলতান মাহমুদকে সভাপতি ও হযরত আলীকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি ভুমি সার্ভেয়ার আব্দুল কাদের, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, নির্বাহী সদস্য খাইরুল ইসলাম, আব্দুর রাজ্জাক ও আক্তার হোসেন।
এ এ্যসোসিয়েশনটির চৌগাছা শাখায় উপদেষ্টামন্ডলীর সদস্য করা হয়েছে চৌগাছা উপজেলা ভুমি সার্ভেয়ার জহিরুল ইসলাম ও সহকারী সেটেলমেন্ট আমিন (অবঃ) শ্রী শশাঙ্ক বিশ্বাস।
আপনার মতামত লিখুন :