টেলিগ্রাম রিপোর্ট : বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। আজ দুপুরের পর থেকে পুলিশ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকের নিয়ন্ত্রন নিজেদের দখলে নেয়। এসময় পুলিশ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে আটক করেছে। এদিকে বিএনপির নেতাকর্মীদের সাথে দিনভর পুলিশের দফায় দফায় সংঘর্ষর ঘটনা ঘটে। পিুলিশকে লক্ষ্য করে বিএনপির নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশ পরিস্থিতি নিয়স্ত্রনে টিয়ার সেল, শর্ট গানের গুলি ও ফাকা গলি ছোড়ে। এই ঘটনায় এখনো পর্ন্ত একজন নিহত ও কমপক্ষে ২১ জন গুলিবিদ্ধ হয়েছে। এক পর্যায়ে গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আজকের ঘটনাবহুল নয়াপল্টনের কিছু খন্ড চিত্র –
সৌজন্যে : দৈনিক মানবজমিন
আপনার মতামত লিখুন :