টেলিগ্রাম রিপোর্ট : প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জনসভাকে সফল করতে বিএডিসি যশোর এর চুক্তিবদ্ধ চাষীদের পক্ষ থেকে এক বিশাল মিছিল বেলা ১২টার দিকে জনসভা স্থলে প্রবেশ করে। যশোর শহরের শেখহাটি হাইকোর্ট মোড় বিএডিসি ভবন চত্বর থেকে এই মিছিলটি শুরু হয়। মিছিলের নেতৃত্ব দেন বিএডিসি চুক্তিবদ্ধ চাষী কল্যান সমিতির সভাপতি ববলুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল গফুর। কয়েকশ, চাষীর সমন্বিত এই মিছিলটি ব্যানার ফেস্টুন ও রং বেরংয়ের গেঞ্জি টুপি পড়ে ঢাক ঢোল বাজিয়ে শহরের পলিটেকনিক রোড ধরে বেলতলা, জেল খানার মোড় পার হয়ে জেল রোড ধরে দড়াটানা মোড় পেরিয়ে বঙ্গবন্ধ্যুর ম্যুরাল হয়ে ডাক্তার আব্দুর রাজ্জাক কলেজ গেট দিয়ে জনসভা স্থলে প্রবেশ করে। এ সময় মিছিল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে জনসভা সফল করার লক্ষ্যে নানা ধরনের শ্লোগান দিতে থাকে। মিছিলে চুক্তিবদ্ধ বীজ চাষী হাসানুল হক গোর্কীসহ বহু চাষী অংশ গ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :