জয়পুরহাট জেলা প্রতিনিধি : জয়পুরহাটে নকল স্বর্ণের মুদ্রা বিক্রির প্রতারক চক্রের দুই সদস্য কে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব । ২২ নভেন্বর বুধবার রাত সাড়ে তিনটায় সময় আক্কেলপুর উপজেলার ইসমাইলপুর বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট র্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান । র্যাব জানান গ্রেফতার কৃতরা হলেন সদর উপজেলা কুড়িমাধবপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে মিলন (৩২) ও ক্ষেতলাল উপজেলার মহবতপুর গ্রামের মৃত ফজলুল বারির ছেলে আব্দুর বারি (৫০) । প্রতারণার স্বীকার এক ব্যক্তির অভিযোগের ভিক্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন থেকে গ্রামের সহজ সরল মানুষের নিকট প্রতারণার মাধ্যমে নকল সোনর মুদ্রা বিক্রি করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন। পরবতীতে তাদের বিরুদ্ধে আক্কেলপুর থানায় মামলা দায়ের করা হয়।
আপনার মতামত লিখুন :