জেইউজে’র নির্বাচন ও সাধারণ সভার তারিখ নির্ধারণ
টেলিগ্রাম রিপোর্ট
প্রকাশের সময় : নভেম্বর ২৮, ২০২২, ১০:৩৩ অপরাহ্ণ /
২৭২২০ ০
টেলিগ্রাম রিপোর্ট : যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)’র নির্বাহী কমিটির সভা সোমবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় আগামী ২২ ডিসেম্বর সাধারণ সভা ও ২৯ ডিসেম্বর দ্বি-বার্ষিক নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। একই সাথে অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলুকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। অন্য দুইজন সদস্য হলেন অ্যাডভোকেট বাসুদেব বিশ্বাস ও অ্যাডভোকেট আজিজুর রহমান সাবু।
গতকালের সভায় সভাপতিত্ব করেন জেইউজে সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল। পরিচালনা করেন সাধারণ সম্পাদক এইচআর তুহিন। উপস্থিত ছিলেন সহসভাপতি প্রদীপ ঘোষ, যুগ্ম সম্পাদক তবিবর রহমান, কোষাধ্যক্ষ স্বপ্না দেবনাথ, সদস্য ডিএইচ দিলশান ও রিপন হোসেন।
আপনার মতামত লিখুন :