ঢাকা ০৬ অক্টোবর ২০২৪, রবিবার, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১লা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

“জেলা ইমাম পরিষদ যশোরের প্রথম দলের কুমিল্লা, নোয়াখালী ও ফেনী জেলার ৯২ টি হিন্দু পরিবারসহ মোট ১০০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ সম্পন্ন”


টেলিগ্রাম রিপোর্ট প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৪, ৬:৪৬ অপরাহ্ণ / ২৭২২০
“জেলা ইমাম পরিষদ যশোরের প্রথম দলের কুমিল্লা, নোয়াখালী ও ফেনী জেলার ৯২ টি হিন্দু পরিবারসহ মোট ১০০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ সম্পন্ন”

বন্যায় রেডজোন ঘোষিত ফেনীর পরশুরাম, কুমিল্লার মনোহরগঞ্জ ও নোয়াখালীর চরমোটুয়ায় ১০০০ পরিবারের মাঝে চাল, ডাল, আলু, লবণ, তেল, দুধ সহ ১১ প্রকার সামগ্রীর ২০ কেজির প্যাকেজ ও একটি করে উন্নতমানের ছাতা বিতরণ করেছে জেলা ইমাম পরিষদ যশোরের প্রথম প্রতিনিধি দল। সেখানে পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কমেনি বন্যাক্রান্তদের। যশোরবাসীর পক্ষ থেকে ইমাম পরিষদের প্রেরিত দল উক্ত অঞ্চলগুলিতে বন্যার্তদের হাতে হাতে পৌঁছে দিয়েছে উপহারসামগ্রী। কোথাও বন্যাক্রান্তদেরকে একত্রিত করে আবার কোথাও নৌকাযোগে পানিবন্দিদের বাড়িতে বাড়িতে গিয়ে হাতে হাতে পৌঁছে দেওয়া হয়েছে তাদের উপহার। সেখানে প্রতিষ্ঠিত নোঙ্গরখানাতে করা হয়েছে খাবারের ব্যবস্থা।

প্রথম পর্বের এই ত্রাণ বিতরণ কার্যক্রমে ইমাম পরিষদ ২০,০০,০০০/- (বিশ লক্ষ টাকার) ত্রাণ বিতরণ করেছে। বিশেষ করে ৭০০ পিস উন্নত মানের ছাতা বিতরণ বানভাসীদের মনে অনেক বেশি আনন্দের সঞ্চার করেছে। আগামী সপ্তাহে খুলনা জেলার পাইকগাছা এলাকায় ত্রাণ বিতরণের জন্য ২য় প্রতিনিধি দল প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে ইমাম পরিষদ যশোর।

 

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031