টেলিগ্রাম রিপোর্ট : রাজশাহীর বিভাগীয় সমাবেশ শেষে ঢাকায় ফেরার পথে আমিনবাজারে গ্রেফতার হয়েছেন যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সহসভাপতি নূরুল ইসলাম নয়ন। এর প্রতিবাদে রোববার (০৪ ডিসেম্বর) বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। শনিবার (৩০ ডিসেম্বর) মধ্যরাতে যুবদলের সহসভাপতি কামরুজ্জামান দুলাল একথা জানিয়েছেন।
সংগঠনের দফতরের দায়িত্বে থাকা এই নেতা বলেন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সহসভাপতি নুরুল ইসলাম নয়নকে রাজশাহী বিভাগীয় গণসমাবেশ শেষে ফেরার পথে রাজধানীর গাবতলী থেকে সাদা পোশাকে ডিবি পুলিশ কর্তৃক অন্যায়ভাবে গ্রেফতার করেছে।
এর প্রতিবাদে আজ রোববার (৪ ডিসেম্বর) সারাদেশের সকল জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সফল ভাবে পালন করার জন্য জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না নির্দেশ প্রদান করেছেন।
রাজশাহীর সমাবেশ শেষ করে ঢাকায় ফেরার পথে টুকু ও নয়নকে আটক করা হয়। বিএনপির অভিযোগ, ১০ ডিসেম্বরের কর্মসূচিকে কেন্দ্র করে ভীতিকর পরিবেশ তৈরির চেষ্টা করেছে সরকার।
আপনার মতামত লিখুন :