টেলিগ্রাম রিপোর্ট : ডিআর কঙ্গোতে ৫০ বেসামরিক নাগরিককে হত্যা করল বিদ্রোহীরাডিআর কঙ্গোর ৫০ বেসামরিক নাগরিককে হত্যা করেছে একটি বিদ্রোহী গোষ্ঠী
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআরসি) ৫০ বেসামরিক নাগরিককে হত্যা করেছে একটি বিদ্রোহী গোষ্ঠী। দেশটির সেনাবাহিনীর দাবি পূর্বাঞ্চলীয় শহর কিশিশে ওই সব বেসামরিক নাগরিককে হত্যা করেছে এম-২৩ বিদ্রোহী গোষ্ঠী এবং তার সহযোগীরা। এ বিষয়ে বিদ্রোহী গোষ্ঠীটি এখনও কোনো বিবৃতি দেয়নি।
গত মাসে সশস্ত্র বাহিনী এবং এম-২৩ বিদ্রোহীদের মধ্যে লড়াই পুনরায় শুরু হওয়ার কারণে অসংখ্য মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ২০১২ সাল থেকেই এ বিদ্রোহী গোষ্ঠীটি ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলে ভয়াবহ আক্রমণ চালাচ্ছে।
দেশটির সেনাবাহিনীর জেনারেল সিলভাইন একেনজ এএফপি বার্তা সংস্থাকে বলেছেন, এম-২৩ বিদ্রোহীরা হত্যাকা- চালাচ্ছে। এসব হত্যাকা-ের সর্বশেষ নজির হলো এ ৫০ বেসামরিককে হত্যা। তাদেরকে মঙ্গলবার কিশিশেতে জঘন্যভাবে হত্যা করা হয়। পূর্বাঞ্চলীয় শহর গোমা থেকে ওই স্থানটি ৭০ কিলোমিটার (৪০ মাইল) উত্তরে অবস্থিত।
তিনি দাবি করেন যে ডিআর কঙ্গোর বাহিনী যুদ্ধবিরতি বজায় রেখেছে, কিন্তু বিদ্রোহীরা সরকারি অবস্থানে হামলা চালিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সকে এম-২৩ বিদ্রোহী গোষ্ঠীর নেতা বার্ট্রান্ড বিসিমওয়া বলেছেন, তারা পরে এক বিবৃতিতে ডিআর কঙ্গোর সেনাবাহিনীর অভিযোগের জবাব দেবে। সূত্র : আল-জাজিরা
আপনার মতামত লিখুন :