ডুমুরিয়ার দুটি প্রতিষ্ঠানের সঙ্গে সোনালী ব্যাংক লিমিটেডের চুক্তি স্বাক্ষর
টেলিগ্রাম রিপোর্ট
প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২২, ৮:১১ অপরাহ্ণ /
২৭২২০ ০
কোমল রাহা,খুলনাঃ-খুলনা ডুমুরিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ও ডুমুরিয়া মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সোনালী ব্যাংক লিমিটেড এর সাথে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে । গত মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ডুমুরিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এই স চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক ইন্দ্রজিৎ দাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী খুলনা ৫ আসনের সংসদ সদস্য বাবু নারায়ণ চন্দ্র চন্দ । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক মোঃ শফিকুল ইসলাম, বক্তব্য রাখেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান। ডুমুরিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান শারমিন পারভীন রুমা, ডুমুরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস, ডুমুরিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুস সালাম মিয়া, ডুমুরিয়া শহিদ স্মৃতি মহিলা কলেজ অধ্যক্ষ শেখ শহিদুল ইসলাম, ডুমুরিয়া মজিদিয়া ইসলামিয়া আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ, ও মোঃ আফজাল হোসেন,অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিকদার আশিকুর রহমান, নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাস, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা প্রতাব চন্দ্র দাস,সোনালী ব্যাংক ডুমুরিয়া শাখার ব্যবস্থাপক রুহুল্লা ও আমিন, এমপির পি,এস মাইকেল বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি খান আবুল বাশার সহ আরো অনেকে।
আপনার মতামত লিখুন :