টেলিগ্রাম রিপোর্ট : আগামীকাল ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশকে ঘিরে যশোরেও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত টহলের ব্যবস্থা করা হয়েছে। শহর ও শহরতলীর বিভিন্ন প্রবেশ পথ গুলিতে পুলিশি পাহারা বসানো হয়েছে।
অপরিচিত ও সন্দেহজনক কাউকে দেখা গেলে তল্লাশি করা হচ্ছে। পাশাপাশি করা হচ্ছে জিজ্ঞাসাবাদ। বৃহস্পতিবার সকাল থেকে শহর ও শহরতলীতে থানা পুলিশের পাশাপশি ডিবি পুলিশকেও টহল দিতে দেখা যায়। একই সাথে শহর ও শহরতলীর সকল পুলিশ ফাঁড়ি ও ক্যাম্পগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। এক কথায় শহর ও শহরতলীতে পুলিশ রয়েছে সতর্ক অবস্থানে।
এদিকে বৃহস্পতিবার দুপুরে শহরের লালদিঘির পশ্চিমপাড়ে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশকে অবস্থান করতে দেখা গেছে। অফিসে এসে নেতাকর্মীরা জড়ো হয়ে যাতে কোন নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে এ কারণে এই অবস্থান বলে পুলিশের একাধিক সূত্রে জানা যায়। এছাড়া আশপাশের এলাকায় যানচলাচল, জনসাধারণের চলাচলে রয়েছে কড়া নজরদারি। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কেউ বক্তব্য দিতে রাজি হয়নি।
ডিবি পুলিশের একটি সূত্র বলেছে, ঢাকায় বিএনপির সমাবেশকে ঘিরে যশোরে পুলিশি টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। জনসাধারণের জানমালের যাতে কোন ক্ষতি না হয় নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে এ জন্য পুলিশি টহল ব্যবস্থা জোরদার করা হয়।
আপনার মতামত লিখুন :