টেলিগ্রাম রিপোর্ট : যশোরে প্রধানমন্ত্রীর জনসমাবেশে ঢাক-ঢোলের তালে তালে নেচে-গেয়ে যোগ দিচ্ছেন দূর-দূরান্ত থেকে আসা নারীরা।
বৃহস্পতিবার দুপুরে যশোর সিভিল কোর্ট মোড়ে এমন চিত্র দেখা যায়।
সরেজমিনে দেখা যায় মহিলা নেতাকর্মীদের মিছিলে নারীরা লাল, সবুজ শাড়ি পরিধান করে বর্নিল সাজে ঢাক-ঢোল বাজিয়ে দল বেঁধে সমাবেশস্থল যশোর শামস্ উল হুদা স্টেডিয়ামে গিয়ে জড়ো হচ্ছেন। বাদ্য যন্ত্রের তালে তালে নানা অঙ্গভঙ্গিতে নেচে গেয়ে উৎসবমুখর পরিবেশে সৃষ্টি করেছেন তারা। তাদের মিছিলের বহরে রয়েছে পুরুষ নেতাকর্মীরাও। মিছিলে শৃঙ্খলা রাখতে দায়িত্ব পালন করছে আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা।
দলীয় সূত্রে জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলীয় ব্যানারে ঢাকার বাইরে প্রধানমন্ত্রীর এটিই প্রথম জনসভা। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে গোটা যশোর জেলা এখন নিরাপত্তার চাদরে ঢাকা। নেতাকর্মীরা বলছেন, আওয়ামী লীগের স্মরণকালে এটিই সবচেয়ে বৃহত্তম জনসমাবেশ হতে চলছে। বৃহত্তর যশোর জেলাসহ খুলনা বিভাগের ১০ জেলা থেকেও কয়েক লাখ নেতাকর্মী এ সমাবেশে যোগদান করবেন। ফলে এ জনসমাবেশ জনসমুদ্রে রূপ নেবে।
আপনার মতামত লিখুন :