টেলিগ্রাম রিপোর্ট : ব্রাজিল সমর্থকদের অপেক্ষার পালা শেষ হতে চলেছে। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে মাঠে ফিরছেন নেইমার। সার্বিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে চোট পেয়েছিলেন। খেলতে পারেননি গ্রুপ পর্বে সুইজারল্যান্ড ও ব্রাজিলের বিপক্ষে শেষ দুটি ম্যাচ। ব্রাজিল শিবিরে আশা ছিল নেইমার নক আউট পর্বেই ফিরবেন। আজ ম্যাচ উত্তরে সংবাদ সম্মেলনে নেইমারের ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাজিল কোচ তিতে।
সংবাদ সম্মেলনে থিয়াগো সিলভাকে প্রশ্ন করা হয়েছিল, দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নেইমারের খেলার সম্ভাবনা নিয়ে। উত্তরটা তিনি দেওয়ার আগেই মাইক্রোফোন নিজের দিকে ঘুরিয়ে তিতে দিয়ে দেন উত্তরটা, ‘হ্যাঁ’।
আপনার মতামত লিখুন :