দিনাজপুর প্রতিনিধি > গন মাধ্যম কর্মীদের সাথে অপেদারী অসৌজন্যমূলক আচরণ, অসহযোগিতাসহ নানান কারনে দিনাজপুরে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুদারের নিউজ বয়কট করেছে প্রিন্ট এবং ইলেক্ট্রোনিক্স মিডিয়ার স্হানীয় প্রতিনিধি। গতকাল বৃহস্পতিবার এবং আজ শুক্রবার দুইদিনের নির্ধারিত কর্মসূচি ছিল খাদ্য মন্ত্রীর।
গনমাধ্যমকর্মীদের আমন্ত্রণ জানিয়ে প্রয়োজনীয় সহযোগিতার পরিবর্তে অসম্মানজনক আচরনের ঘটনায় আজ শুক্রবার সকালে দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের নেতৃত্বে সাংবাদিকরা সংবাদ বর্জনের সিদ্ধান্ত নেন।
চালের বাজার নিয়ন্ত্রণে গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অংশীদারদের সাথে মতবিনিময়সভার সময় নির্ধারিত ছিল। সেই অনুযায়ী সভাস্হলে হাজির ছিলেন প্রিন্ট এবং ইলেক্ট্রোনিক্স মিডিয়ার স্হানীয় প্রতিনিধিসহ ক্যামেরাপার্সনরা। সেই সভা শুরু হয় ২ ঘন্টা বিলম্বে সন্ধ্যা ৬ টায়। এসময় ক্যামেরাপার্সনদের মিনিট কয়েক সময দিয়ে সভাস্হল থেকে বের করে দিয়ে শুরু হয় মত বিনিময়সভা। তার আগে সরাসরি সম্প্রচার করা যাবে না, এই অযুহাতে গণমাধ্যমকর্মীদের সভাকক্ষ থেকে বের করে দেয়া হয়। এ সময় চিত্র সাংবাদিকদের ধাক্কা দিয়ে বের করে দেন এডিসি শিক্ষা নুরে আলম। তবে সভার কার্যক্রম ফেসবুকে লাইভ করেছেন দলের নেতাকর্মীসহ অনেকেই।
এদিকে আজ শুক্রবার সকাল সাড়ে ৯ টায় মজুদ দারের বিরুদ্ধে অভিযানে নামার কথা ছিল মন্ত্রীসহ সংশ্লিষ্টদের।
শহরের সার্কিট হাউজ থেকে মন্ত্রী বের হন সকাল ১১টার দিকে।
সেখান থেকে সিএসডি গুদাম পরিদর্শনে যান মন্ত্রী, এরপর শহর থেকে প্রায় ২৫ কিমি দূরে আমবাড়ি এলাকায় অভিযানে বের হয় পুরো দল । এ বিষয়ে তথ্য দিয়ে সাংবাদিকদের সহযোগিতার পরিবর্তে অন্ধকারে রাখেন তারা।
আপনার মতামত লিখুন :