দিল্লির রাজেন্দ্র নগরে পানিতে ডুবে তিন শিক্ষার্থীর মৃত্যুর জেরে বিক্ষোভে নেমেছেন সাধারণ শিক্ষর্থীরা। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যায় দিল্লিতে ভারী বৃষ্টিপাত হয়। এরপর বৃষ্টির পানি কোচিং সেন্টারের বেজমেন্টে ঢুকে যায়। ওই পানিতে ডুবে তিনজন মারা যান। তারা চাকরির পড়ার কোচিং করতে সেখানে গিয়েছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, তিনজনের মৃত্যুর পর দিল্লিতে ছাত্রদের বিক্ষোভ শুরু হয়েছে। তাদের বিক্ষোভ নিয়ন্ত্রণে আধাসামরিক বাহিনীকে মোতায়েন করা হয়েছে।
এনডিটিভি জানিয়েছে, বেজমেন্টে কোচিংয়ের লাইব্রেরি ছিল। সেখানে বসে নিরবে পড়াশোনা করছিলেন শিক্ষার্থীরা। সন্ধ্যার পর যখন বৃষ্টি হয় তখন রাস্তায় দুই থেকে তিন ফুট পানি জমে যায়। সেই পানি উপচে গিয়ে ভবনটির বেজমেন্টে ঢুকে। ওই সময় বেজমেন্টে ৩৩ জন শিক্ষার্থী ছিলেন। তাদের মধ্যে ৩০ জন নিরাপদে বের হয়ে আসতে পারলেও তিনজন আটকা পড়ে যান। চার ঘণ্টা সেখানে আটকে থাকার পর তাদের মরদেহ উদ্ধার করা হয়।
সাধারণ শিক্ষার্থীরা বলছেন দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের গাফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ যদি ড্রেনগুলো পরিষ্কার রাখত তাহলে বৃষ্টির পানি চলে যেত। কিন্তু ড্রেন আটকা থাকায় রাস্তায় পানি জমে যায় এবং সেটি কোচিং সেন্টারের বেজমেন্টের লাইব্রেরিতে ঢুকে যায়।
সূত্র: এনডিটিভি
আপনার মতামত লিখুন :