টেলিগ্রাম রিপোর্ট : উপসচিব পদমর্যাদার দুই কর্মকর্তা কাজী মো. সায়েমুজ্জামান ও শেখ মুহাম্মদ হুমায়ুন কবীরকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) এ পদায়নের কথা বলা হয়। তারা দু’জনই ২৮তম বিসিএস-এর কর্মকর্তা।
এর আগে এই দুই কর্মকর্তাকে দুদকে উপপরিচালক হিসেবে বদলি করা হয়েছিল। কাজে যোগ দেওয়ার পরপরই তারা উপসচিব হিসেবে পদোন্নতি পান। এরপর তাদের দু’জনকেই দুদকের পরিচালক হিসেবে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়।
উল্লেখ্য কাজী মো: সায়েমুজ্জামান যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ছিলেন। তিনি এই পদ থেকে বদলী হয়ে দুদকের উপ পরিচালক পদে পদায়ন হন।
আপনার মতামত লিখুন :