‘দুদক মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৯’ – দুর্নীতি বিরোধী অনুসন্ধানী প্রতিবেদনে যশোরের সাংবাদিক মনিরুলের পুরস্কার অর্জন
টেলিগ্রাম রিপোর্ট
প্রকাশের সময় : ডিসেম্বর ৯, ২০২২, ৫:২২ অপরাহ্ণ /
২৭২২০ ০
টেলিগ্রাম রিপোর্ট : দুর্নীতি বিরোধী অনুসন্ধানী প্রতিবেদনের জন্যে ‘দুদক মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৯’ অর্জন করলেন প্রথম আলোর যশোর জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম।
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে ঢাকা শিল্পকলা একাডেমির নাট্যশালা মঞ্চে বিশেষ অতিথি হিসেবে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এই পুরস্কার তুলে দেন।
দুর্নীতি দমন কমিশন- দুদক’ আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি আবদুল হামিদের বানীবদ্ধ বক্তব্য উপস্থাপন করা হয়। দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আব্দুল্লাহের সভাপতিত্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান (অনুসন্ধান) ও মো. জহুরুল হক (তদন্ত) এবং দুদক সচিব মাহমুদ হোসেন।
অতিথিরা মনিরুল ইসলামের হাতে পুরস্কারের স্মারক (ক্রেস্ট), সনদপত্র ও চেক হাতে তুলে দেন। মনিরুল ইসলাম ছাড়াও সারাদেশের প্রিন্ট (ছাপা) ও ইলেক্ট্রনিক্স সংস্করণে আরো পাঁচজনকে এ পুরস্কার দেওয়া হয়েছে। এরমধ্যে তিন জন প্রিন্ট ও তিনজন ইলেক্ট্রনিক মাধ্যমেরর সাংবাদিক রয়েছেন।
২০১৯ সালের ২৭ আগস্ট ‘যশোর শিক্ষা বোর্ড; দরপত্র ছাড়াই কেনাকাটা, অধিকাংশই অস্তিত্বহীন’ শিরোনামে প্রথম আলো পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনের জন্যে মনিরুল ইসলামকে এই পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কার জয়ী মনিরুল ইসলাম বলেন, ‘পেশাগত মুকুটে নতুন পালক যোগ হওয়ায় সুসাংবাদিকতার মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে দায়িত্ব ও কর্তব্য আরো বেড়ে গেলো। সাংবাদিকতা জীবনের এই অর্জন আমাকে আরো বহুদূর এগিয়ে দিবে বলে আমি বিশ্বাস করি।’
মনিরুল ইসলাম এর আগে ‘মাদক বিরোধী সেরা প্রতিবেদন পুরস্কার-২০১২’ অর্জন করেন। ২০০৯ সাল থেকে তিনি প্রথম আলো পত্রিকার যশোর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজ, দৈনিক কল্যাণ ও দৈনিক রানার পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা করেছেন।
এদিকে প্রেস ক্লাব যশোরের সদস্য দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম কে পুরস্কার প্রাপ্তিতে অভিনন্দন জানিয়েছেন মানবাধিকার সংগঠন রাইটস যশোরের নির্াহী পরিচালক ও দৈনিক টেলিগ্রাম সম্পাদক বিনয় কৃষ্ণ মল্লিক এবং প্রেস ক্লাব যশোরের সহ সভাপতি ও দৈনিক টেলিগ্রাম পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এবং দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার নূর ইসলাম।
আপনার মতামত লিখুন :