টেলিগ্রাম রিপোর্ট : মহেশপুর(ঝিনাইদহ)অফিসঃ দেখার মতো চোখ দিয়ে দেখলে আওয়ামলীগ সরকারের আমলের উন্নয় গুলো চোখে পড়বে। আগে যেখানে ছেলে-মেয়েরা টিনের ছাপড়া চাটাইয়ের বেড়ার ঘড়ে কাস করতো এখন সেই সব শিক্ষা প্রতিষ্ঠানে ৪তলা ভবন নির্মান করা হয়েছে। ঝড় বৃষ্টিতে আর টিনে ঝাপড়া উড়ে যাওয়ার ভয় নেই। পাঁকা কাস রুমে বসে লেখা পড়া করছে ছাত্র-ছাত্রীরা। ঝিনাইদহের মহেশপুর উপজেলার মহেশপুর দাখিল মাদরাসার নব- নির্মিত ৪ তলা ভবন উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খান চঞ্চল।
মহেশপুর দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি শাহজাহান আলীর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,উপজেলা আ,লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীনেশ চন্দ্র পাল, মহেশপুর দাখিল মাদরাসার সুপার আব্দুল মালেক, সহ সুপার হোসেন আলী,শিক্ষক আশরাফুর ইসলাম,শিক্ষক ওমেদুল প্রমুখ।
আপনার মতামত লিখুন :