সাইফুল ওয়াদুদ,নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ের আয়োজনে আসন্ন ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন শতভাগ নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারদের রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারী) বেলা সাড়ে দশটার সময় নবনির্মিত জেলা পরিষদ অডিটরিয়ামে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারদের রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্স উদ্বোধনের এক পর্যায়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম ৫৩ জন প্রিজাইডিং অফিসার ও ৩০৪ জন সহকারী প্রিজাইডিং অফিসারদের উদ্দেশ্যে বলেন, ‘আসন্ন ১২ ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে ‘বর্তমান নির্বাচন কমিশন ও বর্তমান সরকার কোন রকম অনিয়ম বরদাস্ত করবে না। এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টের চাকরি হারাতে হবে।’ এসময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. গোলাম মাওলা।
সংশ্লিষ্ট অফিসারদের সহযোগিতা চেয়ে নির্বাচন কমিশন সচিব আরও বলেন, ‘১২ তারিখের নির্বাচনকে কেন্দ্র করে দেশ ও সারা বিশ্বের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। সাংবিধানিকভাবে রাষ্ট্র আপনাদের উপর যে দায়িত্ব দিয়েছে তার চুল পরিমাণ ব্যত্যয় ঘটলে এর সকল দায়ভার আপনাদেরকেই নিতে হবে। আমরা সকলে মিলে জাতিকে শতভাগ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ একটি নির্বাচন উপহার দিতে চাই।’
এ সময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মো. রাশিদুল হক, জেলা নির্বাচন অফিসার মো. তারিফুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আসমা খাতুন, পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মমিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দীন ফারুকী বিপিএম পিপিএম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোসা. জেসমিন আক্তার প্রমুখ।
আপনার মতামত লিখুন :