ঢাকা ১১ অক্টোবর ২০২৪, শুক্রবার, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

নড়াইলে মো. জাহাঙ্গীর বিশ্বাসের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত


টেলিগ্রাম রিপোর্ট প্রকাশের সময় : নভেম্বর ২৬, ২০২২, ৮:৩১ অপরাহ্ণ / ২৭২২০ ০
নড়াইলে মো. জাহাঙ্গীর বিশ্বাসের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

নড়াইল প্রতিনিধি:  নড়াইল পৌরসভার প্রয়াত মেয়র, জেলা আ. লীগের যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ শ্রমিক ইউনিয়ন (রেজি: নং-১২৯৫) নড়াইলের প্রতিষ্ঠাতা সভাপতি মো. জাহাঙ্গীর বিশ্বাসের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

জাহাঙ্গীর বিশ্বাসের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শুক্র ও শনিবার (২৫-২৬ নভেম্বর) জাহাঙ্গীর বিশ্বাস স্মৃতি পর্ষদ, নড়াইলের আয়োজনে দুই দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিলো শুক্রবার (২৫ নভেম্বর) বিভিন্ন মসজিদ, মন্দিরে দোয়া ও প্রার্থনা এবং শনিবার (২৬ নভেম্বর) তাঁর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, শোক র্যা লি, দোয়া, স্মরণসভা ও গণভোজ।

শনিবার (২৬ নভেম্বর) জাহাঙ্গীর বিশ্বাসের রুপগঞ্জস্থ বাজার অফিস চত্বরে তাঁর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়। পরে একটি শোক র্যা লি রুপগঞ্জ বাজার হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আ. লীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু মঞ্চ চত্ত্বরে গিয়ে শেষ হয়। র্যা লি শেষে সেখানে স্মরণসভা অনুষ্ঠিত হয়।

শরফুল আলম লিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন জেলা আ. লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এড. সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলূ, পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা আ. লীগের সাবেক সাধারণ সম্পাদক এড. সৈয়দ মোহম্মদ আলী, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এড. মাহামুদুল হাসান কয়েস, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তুফায়েল মাহমুদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জল, সাধারণ সম্পাদক এস এম,পলাশ, বাংলাদেশ শ্রমিক ইউনিয়ন (রেজি: নং-১২৯৫) নড়াইলের নবনির্বাচিত সভাপতি বিপ্লব বিশ্বাস

বিলো, প্রয়াত জাহাঙ্গীর বিশ্বাস এর বড় ছেলে রিজভী বিশ্বাসসহ আরও অনেকে।
শোক র্যা লিসহ সকল অনুষ্ঠানে আ. লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, জাহাঙ্গীর বিশ্বাসের পরিবারের সদস্যরাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে জাহাঙ্গীর বিশ্বাসের অফিস চত্ত্বরে গনভোজ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, মো. জাহাঙ্গীর বিশ্বাস নড়াইল পৌরসভার মেয়র থাকাকালীন ২০২০ সালের ১৮ নভেম্বর ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে নড়াইল সদর হাসপাতালে ভর্তি হন। তখন তার রক্তের প্লাটিলেট ৪৪ হাজারে নেমে আসায় উন্নত চিকিৎসার জন্য ঐদিনই তাকে হেলিকপ্টারে নড়াইল থেকে ঢাকা স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৫ নভেম্বর দুপুরে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিন ছেলে স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তিনি টানা ২৫ বছর নড়াইল জেলা বাস ও মিনিবাস শ্রমিক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালের ৩ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাকে আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঘোষণা করেন । এর আগে তিনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
জাহাঙ্গীর বিশ্বাস ২০১৫ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নড়াইল পৌরসভার নির্বাচনে নৌকা প্রতীকে ১১ হাজার ২৪৩ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। এর আগে তিনি নড়াইল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে একাধিকবার কাউন্সিলর নির্বাচিত হন।

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031