টেলিগ্রাম রিপোর্ট : রাজধানীতে বিএনপির গণসমাবেশের আগে সকাল থেকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় ঘিরে ছিলো পুলিশের কঠোর নিরাপত্তা। দুপুরে ঢিলে ঢালা থাকলেও বিকাল থেকে আবারও কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে সকাল থেকে কিছুক্ষণ পরপর ছাত্র লীগের নেতাকর্মীদের লাঠি-সোটা হাতে ‘জয় বাংলা’ স্লোগানে উত্তপ্ত হচ্ছে নাইটিংগেল মোড়। নেতাকর্মীরা লাঠি হাতে এসকল সড়ক মহড়া দিচ্ছে। এর আগে সকাল থেকে নাইটিংগেল মোড়, ফকিরাপুল মোড়, দুইপাশে বেরিকেট দিয়ে আটকে রেখেছে সড়ক। এখনও একই অবস্থা রয়েছে সেখানে। আজ শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে রাজধানীর পল্টন সহ আশেপাশের বেশ কিছু এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র। তবে পল্টন এলাকায় বিএনপির নেতাকর্মীদের দেখা যায়নি। সকাল থেকেই নয়া পল্টনের দুইপাশে বেরিকেট দিয়ে অবস্থান করতে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীকে। এছাড়াও আশেপাশের অন্যান্য সড়কের মোড়ে মোড়ে রয়েছে অতিরিক্ত পুলিশ মোতায়েন।
সকাল থেকে বিকাল গড়িয়ে এলেও জিজ্ঞাসাবাদ করতে দেখা গেছে সাধারণ মানুষকে। খুব একটা দেখা মিলছে না সড়কে গণপরিবহন।তবে ঢিলেঢালা চলছে রিকশা ও সিএনজি। বিএনপির কার্যালয়ের সামনের রাস্তা সাধারণ মানুষের চলাচলও রয়েছে বন্ধ। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দিকে স্থানীয়রা ছাড়া কেউ প্রবেশ করতে পারছে না। এ পুরো পথে পুলিশের নিরাপত্তা বলয় রয়েছে কঠোর। নাইটিংগেল মোড় থেকে কিছুক্ষণ পরপর ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে ‘জয় বাংলা’ স্লোগানে মহড়া দিয়ে যাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
নাইটিংগেল মোড়ে অবস্থান নেয়া পুলিশ সদস্যরা জানান, বুধবার নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর থেকে বিএনপির কার্যালয় ঘিরে রয়েছে পুলিশের কঠোর নিরাপত্তা বলয়।
আপনার মতামত লিখুন :