বিট পুলিশকে তথ্য দিন, নিরাপদে কাটবে দিন’ স্লোগানকে সামনে রেখে যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের ২৩ নং বিট পুলিশিং এর ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ ডিসেম্বর) নরেন্দ্রপুর পুলিশ ফাঁড়িতে এই ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়। এ সময় মাদক, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্যবিয়ে নির্মূল করতে সকলের সহযোগিতা চেয়ে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন কোতোয়ালি থানার তদন্ত ওসি এ.কে.এম শফিকুল আলম।
নরেন্দ্রপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মোদাচ্ছের আলী, নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাশেম বিশ্বাস, সাধারণ সম্পাদক আবু হানিফা, আওয়ামী লীগ নেতা ফসিয়ার রহমান, মনিরুল ইসলাম হিমু, আসাদ পারভেজ, আঃ মালেক, আঃ আলিম, হযরত আলী, উপজেলা যুবলীগের সদস্য ও ইউপি সদস্য আঃ রাজ্জাক, যুবলীগের আহবায়ক আল মাহমুদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হাসান, যশোর সদর উপজেলা ছাত্রলীগের সদস্য ইমরান আলী, নরেন্দ্রপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহীন আলম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কিরন, সহ-সভাপতি মোর্ত্তজা, কচুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইমামুল হাসান রুবেলসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথি বলেন, পুলিশের সেবা কার্যক্রম সর্বসাধারণের হাতের কাছে পৌঁছে দিতে এবং গ্রাম্যপর্যায়ের সমস্যাগুলো চিহ্নিত করতে আমাদের এই বিট পুলিশং ‘ওপেন হাউজ ডে’। নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহম্মেদ এর সহযোগিতায় এখান থেকে বাল্যবিয়ে, মাদক, ইভটিজিং, নারী নির্যাতন, কিশোর অপরাধসহ নানাবিধ সমস্যা সমাধান করতে সকলকে পাশে চাই।
আপনার মতামত লিখুন :