ঢাকা ১৬ অক্টোবর ২০২৪, বুধবার, ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১১ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন


টেলিগ্রাম রিপোর্ট প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২২, ৬:০২ অপরাহ্ণ / ২৭২২০ ০
না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন

টেলিগ্রাম রিপোর্ট :  বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যশোর জেলা ইউনিটের সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ মকবুল হোসেন আর নেই। সোমবার সকাল সাড়ে আটটায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না লিল্লাহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দীর্ঘদিন যাবত বাধ্যর্কজনিত নানা রোগে ভুগছিলেন।

তিনি স্ত্রী, একপুত্র, তিন কন্যা, নাতী নাতনীসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। বাদ আসর পূর্ব বারান্দীপাড়া বটতলা সফদারপাড়া মসজিদে জানাজা শেষে বারান্দীপাড়া কবরস্থানে সমাহিত করা হয়। এর আগে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

উল্লেখ্য, শেখ মকবুল হোসেন ৬ দফা, সামরিক শাসন বিরোধী আন্দোলনসহ অন্যান্য গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রাখেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ৬০’এর দশকে তিনি রাজনীতির সাথে যুক্ত হন। ১৯৭২ সালে জাসদ প্রতিষ্ঠার পর তিনি জাসদে যোগদান করেন। যশোর জেলা জাসদ প্রতিষ্ঠাকালীন এ নেতা কমিটির বিভিন্ন পদে অধিষ্ঠিত থেকে দায়িত্ব পালন করেছেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন জাসদের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল আলম, জেলা জাসদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায়, সহসভাপতি আহসান উল্লাহ ময়না, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কায়েস, জাসদ নেতা আবুল হোসেন, শরীফ আহমেদ বাপী, সোহেল আহমেদ, আবুল বাসার মুকুল, মশিয়ার রহমান প্রমুখ।

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031