টেলিগ্রাম রিপোর্ট : নির্বাচন বিএনপি-জামায়াতের এজেন্ডা নয় বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি হাসানুল ইনু। রোববার (৪ ডিসেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়ার মিরপুরের হালসা আদর্শ ডিগ্রি কলেজে বিজয়ের পঞ্চাশ বছর, বাঙালির অর্জন শীর্ষক আলোচনা সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
হাসানুল ইনু বলেন, ১০ ডিসেম্বরের জনসভা নিয়ে এতো কথা বলার কারণ দেখছি না। একটি জনসভায় সরকার উল্টে যায় না।
কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী প্রমুখ বক্তব্য রাখেন।
আপনার মতামত লিখুন :