বজলুর রহমান : ”সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বিকেল ৪ টায় পকালব্যাপি আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানা ভৈরব শহীদ চত্বরে এক মানব বন্ধন কর্মসূচি পালিত হয়। যশোর’র বেশ কয়েকটি বেসরকারি উন্নয়ন / স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে ”আশ্বাস” প্রকল্পের পক্ষ থেকে মানবাধিকার সংগঠন রাইটস যশোর ও ঢাকা আহছানিয়া মিশন, যশোর যৌথ ব্যানার সহযোগে কর্মসূচিতে যোগদান করে। এছাড়াও মানববন্ধনে আইইডি, এ্যাসোসিয়েশন ফর সোস্যাল ডেভলপমেন্ট অব বাংলাদেশ,বঞ্চিতা যশোর, ওয়াইডাব্লিউসিএসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ব্যানার ফেস্টুনসহ র্যালীতে অংশ গ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন রাইটস যশোরের আশ্বাস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী বাদশা মিয়া, এডাবের সহ সভাপতি শাহাজাহান নান্নু ও আইইডির বিথীকা সরকার , ড্যাম যশোরের নবনীতা সাহা,ওয়াইডাব্লিউসিএ এর শিখা বিশ্বাস প্রমুখ বক্তৃতা করেন। বক্তারা নারী নির্যাতন প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার জন্য সবার প্রতি আহবান জানান।
আপনার মতামত লিখুন :