সাইফুল ওয়াদুদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ দাবী মৌলিক উন্নয়ন সংস্থা কর্তৃক বাস্তবায়িত রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি) এর আওতায় নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন শীর্ষক উপ-প্রকল্পের কার্যক্রমের অংশ মিল্ক কালেকশন পয়েন্ট উন্নয়ন।
তারই ধারাহিকতায় অদ্য ৬ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখ সিও অফিস, দুপচাঁচিয়া, বগুড়ায় মিল্ক কালেকশন পয়েন্ট উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মিল্ক কালেকশন পয়েন্টের শুভ উদ্বোধন করেন মমতা রাণী, স্যানিটারি অফিসার, দুপচাঁচিয়া, বগুড়া। তিনি ক্রেতা – বিক্রেতাদের উদ্দেশ্যে মিল্ক কালেকশন পয়েন্ট স্থাপনের উপকারিতা, দুধের বিশুদ্ধতা বজায় রাখা এবং বায়ার সংযোগ বিষয়ে আলোকপাত করেন। উদ্যোক্তা ও স্থানীয় দুগ্ধ খামারিরা এ উদ্যোগ গ্রহণের ফলে দুধ ওজন করে ন্যায্য মূল্যে বিক্রয় করতে পারবেন বলে আশা রাখছেন।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ মোঃ মাহমুদ কবির; ডা: দুরুল হুদা নয়ন, ভিসিএফ – ১; কৃষিবিদ মোঃ আঃ মালেক, ভিসিএফ -২; কৃষিবিদ মোঃ রুহুল আমিন, ভিসিএফ -৪; মোঃ সৈকত হোসেন, এভিসিএফ -লাইভসটক; সহ আরও অনেকেই।
আপনার মতামত লিখুন :