রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় সাতক্ষীরা সদর উপজেলার বি.বি.ব্রিকস গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। একই সাথে জ¦ালানি হিসাবে কাঠ ব্যবহার করায় এস.বি.এল. ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার বাবুলিয়ায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর খুলনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। এসময় সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পী দত্ত রনী ও পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম জানান, পরিবেশগত ছাড়পত্র না থাকায় সদর উপজেলার বাবুলিয়ায় অবস্থিত মো. লিয়াকত হোসেনের বি.বি.ব্রিকস বুড়ডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে।
এছাড়া ভাটার জ¦ালানি হিসেবে কাঠ ব্যবহার করায় মেহের আলী সরদারের এস.বি.এল. ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি বলেন, পরিবেশ সুরক্ষা ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে এই অভিযান অব্যাহত থাকবে।#
আপনার মতামত লিখুন :