টেলিগ্রাম বিনোদন : জিন-পরীর কথা থও তুমি মোর বুকে আসো! এমন কয়েকটা বাক্যে প্রেমে পড়েছিলন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি ও চিত্রনায়ক শরিফুল ইসলাম রাজ। তবে এ ঘটনাটি ‘গুণিন’ সিনেমার একটি দৃশ্য। কিন্তু সেটি সিনেমার প্রেম হলেও পরবর্তীতে বাস্তব জীবনে পরিণতি পেয়েছিল। এরপর থেকে ঢাকাই সিনেমার এই নায়িকা ব্যস্ত হয়ে পড়েছিলেন সন্তান-সংসার নিয়ে। এদিকে শরিফুল রাজের পর পর মুক্তি পেলো কয়েকটি সিনেমা। তার মধ্যে ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমায় রাজ কাজ করেছেন ঢাকাই সিনেমার আরেক নায়িকা বিদ্যা সিনহা মিমের সঙ্গে। ‘দামাল’ সিনেমায় রাজ ও মিমের ‘প্রেমের’র গল্পও দর্শকদের জানা। সেই জানা গল্পের বাইরে এই দুই সহশিল্পীর ‘সম্পর্ক’ এবং সেই সিনেমার নির্মাতাকে নিয়ে ফেসবুকে পরীমনির সাম্প্রতিক একটি ফেসবুক পোস্ট দিয়ে আলোচনার শুরু। গত বুধবার গভীর রাতে তার ওই পোস্টের পর বৃহস্পতিবার মিমের পাল্টা পোস্ট সোশাল মিডিয়ায় রীতিমতো উত্তাপ ছড়াচ্ছে। যেখানে তিন লাইনের সংক্ষিপ্ত পোস্টে পরীমনি দামাল সিনেমার নির্মাতা রায়হান রাফিকে ‘দালাল’ আখ্যা দেন।
নিজের স্বামী রাজ এবং অভিনেত্রী মিমের নাম ধরেই কথা বলেন। এরপর মীম তার ফেসবুক পোস্টে দাবি করেন, এক পক্ষ তার পথচলায় ‘ঈর্ষান্বিত’ হয়ে ‘কুৎসা’ রটাচ্ছে। কোনো ধরনের বাড়াবাড়ি হলে তিনি আইনি ব্যবস্থা নেয়ার কথাও ভাববেন। গতকাল আবারো ফেসবুকে প্রমাণসহ হাজির হন পরীমনি। সেখানে তিনি দাবি করেন, রাজের সঙ্গে মিমের অতি মাখামাখিতেই তার সংসার, বাচ্চা, লাইফ সবকিছুতেই ঝামেলা হচ্ছে। সঙ্গে কমেন্ট বক্সে একটি স্ক্রিনশট জুড়ে দেন। সেখানে পরী ও মিমের মেসেজ চালাচালি রয়েছে। ফেসবুকে পরী লিখেছেন, তাহলে কিছু বিষয় ক্লিয়ার করি। এই যে মিম বললা আমি জেলাসি করলাম তোমার সাথে! এটা দশজন অপরিচিত লোকে বলতেই পারে কিন্তু তুমি কি করে এটা বলো? যেখানে ‘পরাণ’ রিলিজের পর সব খানে আমি বলে আসছি রাজের সাথে তুমি জুটি হয়ে কাজ করো। তোমাদের জুটি দেখতে ভালো লাগে পর্দায়। এটা তোমরাও চাও। তোমার মা-ও সেদিন আমাদের লিভিং রুমে আমার সাথে এই নিয়ে কতো কথা বললো। এই তো সেদিন ‘ইনফিনিটি সিজন-২’ এর জন্যে তোমাকে নক দিলাম আমি। কি করে ভুলে গেলি রে ভাই। ৫ দিন আগেও আবু রায়হান জুয়েল ভাইকে বললাম, রাজ আর মিমকে জুটি করে নেক্সট কাজটা করে ফেলেন ভাই। কিন্তু বিশ্বাস কর ভাই মিম, রাজের সাথে তোর এই অতি মাখামাখিটা আমার সংসার, আমার বাচ্চা, আমার লাইফ সবকিছুতে ঝামেলা করে দিচ্ছে। এই যে ‘দামাল’-এর তিন মাসের হল রাইটস নিলা রাজ তুমি। এটাই হলো কাল এখন আমার জীবনের। এখন তোমাদের ব্যবসায়িক ছুতোয় আলাপ চলে রাত-দিন। বিশ্বাস করো তোমাদের এই মাঝ রাতের ফোন আলাপ আমার সত্যিই প্রবলেম করে। আমি একা সারারাত বাচ্চাটাকে সামলাই। এসব বন্ধ করো। আর এই যে জাজমেন্টাল যারা রয়েছেন তাদের একটু দেখা উচিত আমি সত্যিই কতোটা জেলাস ছিলাম। নেন কমেন্ট বক্সে দিলাম একটু নমুনা। এদিকে পরীমনির সঙ্গে মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। অন্যদিকে মিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি নিয়ে কথা বলতে রাজি নন। বর্তমানে তিনি তার স্বামীর সঙ্গে চট্টগ্রামে আছেন।
আপনার মতামত লিখুন :