টেলিগ্রাম রিপোর্ট : কাতার বিশ্বকাপে বাঁচা-মরার ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলে জিতে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখলো আর্জেন্টিনা। হারলেই বিদায় নিতে হতো কোচ লিওনেল স্কালোনির দলকে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে মেক্সিকোর বিপক্ষে বল দখলে এগিয়ে থাকলেও প্রথমার্ধে কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে কয়েকটি পরিবর্তন এনে আক্রমণে ধার বাড়ায় কোচ লিওনেল স্কালোনি। এরপরই লিওনেল মেসি গোল করে দলকে এগিয়ে নেন। পরে সতীর্থ ইঞ্জো ফার্নান্দেজকে দিয়ে করান আরেকটি গোল। জয় নিশ্চিত হলে উচ্ছ্বাসে ফেটে পড়েন আর্জেন্টিনা সমর্থকরা। এদিকে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি আর্জেন্টিনার অন্ধভক্ত। তবে তার স্বামী অভিনেতা শরিফুল রাজের প্রিয় দল ব্রাজিল। আর তাই রাত জেগে পরী একা খেলা দেখলেও ঘুমাচ্ছিলেন রাজ।
খেলার মাঝে রাজকে ঘুম থেকে ডাকার একটি ভিডিও পোস্ট করেছিলেন এই নায়িকা। এরপর মেসি যখন প্রথম গোলটি দেন, সে সময় মেসির একটি ছবি পোস্ট করে পরী লেখেন, মেসি, আই লাভ ইউ। ঘণ্টা খানেক পর (রাত ৩টা ৩৫ মিনিট) আরেকটি ভিডিও পোস্ট করে পরী ক্যাপশনে লিখেছেন- মেসি একটা ভালোবাসা। সঙ্গে লাভের ইমোজি। মাত্র তিন সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যায়, খেলা শেষে কথা বলছেন মেসি। টিভিতে সেই দৃশ্য দেখে তাকে ফ্লাইং কিস দিচ্ছেন পরী। হাসিতে জানান দিচ্ছেন তার উচ্ছ্বাসের কথা।
আপনার মতামত লিখুন :