ঢাকা ১৬ অক্টোবর ২০২৪, বুধবার, ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১১ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

পিকেএসএফ’র আর্থিক সহায়তায় যশোর মুসলিম এইড পলিটেকনিক কলেজে প্রশিক্ষণ সমাপ্তকারীদের মধ্যে সনদপত্র ও যন্ত্রপাতি বিতরণ


টেলিগ্রাম রিপোর্ট প্রকাশের সময় : নভেম্বর ১৭, ২০২২, ৭:৫১ অপরাহ্ণ / ২৭২২০ ০
পিকেএসএফ’র আর্থিক সহায়তায় যশোর মুসলিম এইড পলিটেকনিক কলেজে প্রশিক্ষণ সমাপ্তকারীদের মধ্যে সনদপত্র ও যন্ত্রপাতি বিতরণ

স্টাফ রিপোর্টার : সরকারের পিকেএসএফ এর আর্থিক সহযোগিতায় পিপিইপিপি প্রকল্পের আওতায় ৩ মাস ব্যাপী আবাসিক প্রশিক্ষণ সমাপ্তকারী গ্রাজুয়েটদের মধ্যে সনদপত্র ও কর্মসহায়ক যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে যশোর মুসলিম এইড পলিটেকনিক কলেজের অডিটোরিয়ামে ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং কোর্সের প্রশিক্ষণ সমাপনী এক অনুষ্ঠানের মাধ্যমে এসব প্রশিক্ষনার্থীদের বিদায় জানানো হয়।
যশোর মুসলিম এইড পলিটেকনিক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফিল গ্রæপের পরিচালক ও দৈনিক স্পন্দন পত্রিকার নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাভলু, ৫নং নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর তুহিন ও পিকেএসএফর সহকারী প্রোগ্রাম সমন্বয়কারী খন্দকার মনির হাসান । অনুষ্ঠানে বক্তৃতা করেন মুসলিম এইড পলিটেকনিক কলেজের রেজিস্ট্রার নূর ইসলাম ও প্রশিক্ষনার্থী নাজমুল হোসেন ও সুব্রত মন্ডল।
প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষা অফিসার রবিউল ইসলাম বলেন, দক্ষতাবৃদ্ধিতে প্রশিক্ষনের কোন বিকল্প নেই। হাতে কলমে বাস্তব ভিত্তিক প্রশিক্ষনের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগানোর মাধ্যমে দেশের বেকার সমস্যা সমাধানে তরুনরাই অগ্রণী ভূমিকা পালন করতে পারে।
দৈনিক স্পন্দন পত্রিকার নির্বাহী সম্পাদক ও আফিল গ্রæপের পরিচালক মাহাবুব আলম লাভলু বলেন, দেশের উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে দেশের মানব সম্পদের উন্নয়ন ঘটানো। দেশের কোটি কোটি বেকারের হাতকে কর্মীর হাতে পরিণত করার মাধ্যমে দেশকে বেকারমুক্ত করতে হবে। এই লক্ষ্যে মুসলিম এইড কর্তৃপক্ষ সাধ্যমতো চেষ্টা করছে দেশের হতদরিদ্র ও শিক্ষিত অর্ধশিক্ষিত বেকার জনগোষ্টি বিশেষ করে তরুন সমাজকে বাস্তব ভিত্তিক সময় উপযোগী প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ মানব সম্পদ রূপে গড়ে তোলার মাধ্যমে তাদের কাজে লাগাতে। তারই অংশ হিসেবে আজকের এই আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। তিনি প্রশিক্ষন লব্ধ তরুণদের যোগ্যতানুসারে কর্মের ব্যবস্থা করার আশ^াস দেন।
বক্তৃতা পর্ব শেষে প্রশিক্ষণ সমাপ্তকারী এসব গ্রাজুয়েটদের হাতে সনদপত্র ও কর্মসহায়ক যন্ত্রপাতি তুলে দেন প্রধান অতিথিসহ অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিবৃন্দ।
উল্লেখ্য ৩ মাস পূর্বে সাতক্ষীরার বেসরকারী উন্নয়ন সংস্থা এনজিএফ’র ব্যবস্থাপনায় ও পিকেএসএফ’র আর্থিক সহযোগিতায় এসব প্রশিক্ষনার্থীদের হাতে কলমে ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সটি শুরু করে যশোর মুসলিম এইড ইন্সটিটিউট অব টেকনোলজি। গতকাল ছিল সেই কোর্সের সমাপনী অনুষ্ঠান।

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031