পুলিশ সুপার আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ান জয়পুরহাট জেলা দল
টেলিগ্রাম রিপোর্ট
প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২২, ৬:৫৪ অপরাহ্ণ /
২৭২২০ ০
জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাট পুলিশ সুপার আন্তঃ জেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেল ৩টায় জয়পুরহাট জেলা পুলিশের আয়োজনে জয়পুরহাট স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয় ।
ফাইনাল খেলার উদ্বোধন এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মাননীয় হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়পুরহাট ২ আসনের মাননীয় সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এমপি
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান খাজা শামসুল আলম, জেলা প্রশাসক শরিফুল ইসলাম, জেলা পুলিশ সুপার নুরে আলম, জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট , জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল। এছাড়া উপস্থিত ছিলেন জেলা ক্রিয়া সংস্থার সভাপতি সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ, উক্ত ফাইনাল খেলাটি জয়পুরহাট ও দিনাজপুরের মধ্যে অনুষ্ঠিত হয়, জয়পুরহাট ২ গোলে জয়লাভ করেন।
আপনার মতামত লিখুন :