টেলিগ্রাম রিপোর্ট : বাংলাদেশের স্থলবন্দর বেনাপোলের ওপারে ভারতীয় পেট্রাপোল বিএসএফ সম্মেলন কক্ষে বিজিবি ও বিএসএফ সিও পর্যায়ের মিটিং শেষ হয়েছে। মিটিং শেষে বিজিবি প্রতিনিধি দল বাংলাদেশে ফেরত এসেছে। মিটিংয়ে বাংলাদেশের বানিজ্য নগরী গড়তেু স্থল বন্দর বেনাপোল ও ভারতের পেট্টাপোলে আট লেন রাস্তা নির্মানের বিষয়ে বিজিবি বিএসএফ সম্মিলিত কার্যকরীু সিদ্ধান্ত হয়েছে।
সোমবার ২২ নভেম্বর সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ১ট পর্যন্ত সময়ে ৪৯ বিজিবি এর সিও লেঃ কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকি এবং ১৪৫ বিএসএফ এর অধিনায়ক আর.পি উদিত এর সাথে আলোচনা সভা হয়। পেট্রাপোল বিএসএফ চেকপোস্টের সম্মেলন কক্ষে এ আলোচনা সভায় বিএসএফের কোম্পানি কমান্ডার সান্তো কুমার ও পেট্রাপোল ল্যান্ড পোর্ট ম্যানেজার কমলেস সাইনি অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন। ৫৫ মিটার চওড়া এক্সপোর্ট ইমপোর্ট কার্গো ২য় গেট নির্মাণ, শূন্য লাইন হতে ২০ মিটার বাংলাদেশ সাইট ও ২০ মিটার ভারতের অভ্যন্তরে গেইট নির্মান এবং মালবাহী ট্রাক ইন-আউটের জন্য ৮ লেন রাস্তা নির্মাণ বিষয়ে আলোচনা করা হয়।
আপনার মতামত লিখুন :