টেলিগ্রাম রিপোর্ট : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের চূড়ান্ত ফলাফল এখনও ঝুলে আছে। তবে প্রতিনিধি পরিষদে জয়ের পথেই আছে রিপাবলিকান পার্টি। তারা এরইমধ্যে জয় পেয়েছে ২০৮ আসনে। প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটদের আসন এখন পর্যন্ত ১৮৯। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতার জন্য ২১৮ আসনে জয় পেতে হয়। সে হিসেবে এখানে রিপাবলিকানদের জয় অনেকটাই নিশ্চিত।
তবে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ এখনও ঝুলছে তিন অঙ্গরাজ্যের উপরে। সেখানে ভোট গণনা শেষ হলেই জানা যাবে সিনেট কাদের নিয়ন্ত্রণে যাচ্ছে। ডেমোক্রেটরা যদিও সিনেটের দখল নেয়ার বিষয়ে আশাবাদী। এই রিপোর্ট লেখা পর্যন্ত সিনেটে রিপাবলিকানরা জয় পেয়েছে ৪৯ আসনে। আর ডেমোক্রেটদের জয় ৪৮ আসনে।
সিনেটের নিয়ন্ত্রণ কাদের হাতে যাবে তা নির্ধারণে এখন তাকিয়ে থাকতে হবে জর্জিয়া, নেভাদা ও অ্যারিজোনার দিকে। সিনেটে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৫১টি আসন। ফলে আর দুটি আসনে জয় পেলে সিনেট রিপাবলিকানদের নিয়ন্ত্রণে চলে যাবে। সংখ্যাগরিষ্ঠতা হারাবে ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টি।
এদিকে প্রতিনিধি পরিষদে পরাজয় আঁচ করতে পেরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রিপাবলিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা যেন তার সঙ্গে কাজ করেন। বাইডেন বলেন, আমি মনে করি মার্কিনিরা পরিস্কার করে বলেছে, তারা চায় রিপাবলিকানরা আমার সঙ্গেও কাজ করুক। একইসাথে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ দেখিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, এ ব্যাপারে আগামী বছরের শুরুতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি।
রিপাবলিকানদের হাতে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ চলে গেলে আগামী দুই বছর নিজের চাহিদা মতো সেখানে আইন প্রণয়ন বা অন্যান্য কার্যক্রম চালাতে পারবেন না জো বাইডেন। এছাড়া তার বিরুদ্ধে রাজনৈতিক বিভিন্ন তদন্তও চালাতে পারেন রিপাবলিকানের সদস্যরা। যদিও মধ্যবর্তী নির্বাচনের আগে ধারণা করা হচ্ছিলো প্রতিনিধি পরিষদে বিপুল ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা পাবে রিপাবলিকানরা। তবে বাস্তবে সেটি দেখা যায়নি। কংগ্রেসের নিম্নকক্ষের নিয়ন্ত্রণ হারালেও রিপাবলিকানদের সঙ্গে ভাল লড়াই করেছে ডেমোক্রেটরা।
আপনার মতামত লিখুন :